নিখোঁজের ৫ দিন পর কুষ্টিয়ায় সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধার

হাসিবুর রহমান রুবেল। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ৫ দিন নিখোঁজ থাকার পর এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত হাসিবুর রহমান রুবেল অনলাইন পোর্টাল ক্রাইম ভিশন বিডির সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা গড়াই নদী সংলগ্ন শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকা অফিসে কাজ করছিলেন রুবেল। এ সময় তার মোবাইল ফোনে কল এলে তিনি বের হয়ে যান।

এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে পুলিশকে এ বিষয়ে লিখিত অভিযোগ জানায় পরিবার।

তার স্ত্রী ইতি খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিখোঁজের দিন রুবেল সারাদিনই বাসার বাইরে ছিলেন। বিকেলে তার সঙ্গে একবার কথা হয়। তখন বলেছিলেন যে রাতে বাসায় ফিরবেন।'

ওসি কামরুজ্জামান তালুকদার জানান, পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ রুবেলের খোঁজে কাজ করছিল।

আজ দুপুরে শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয়। পরে দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, তার পকেটে থাকা মানিব্যাগ ও পরিচয়পত্র থেকে রুবেলকে শনাক্ত করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English