ত্বকী হত্যা: আজও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি র‍্যাব

তানভীর মুহাম্মদ ত্বকী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের স্কুলশিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় জামিনে থাকা ৫ আসামি সোমবার আদালতে হাজিরা দিয়েছেন। কিন্তু আজকের শুনানিতেও মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে ৫ আসামি হাজিরা দেন। 

তারা হলেন-রিফাত বিন ওসমান, সুলতান শওকত ভ্রমর, ইউসুফ হোসেন লিটন, সালেহ রহমান সীমান্ত ও তায়েবউদ্দিন আহমেদ জ্যাকি।

আদালত আগামী ১৯ জুন মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত অনেক আগেই তদন্তকারী সংস্থা র‌্যাবকে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছেন। তবে কোনো নির্দিষ্ট তারিখ দেননি। র‌্যাব চাইলে যে কোনো সময় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে।'

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে তানভীর মুহাম্মদ ত্বকী নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ৮ মার্চ সকালে চাড়ারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়।

ত্বকী হত্যা মামলার আসামিদের মধ্যে ৮ জন পলাতক। আর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২ আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিখোঁজের একদিন পর ও মরদেহ উদ্ধারের একদিন আগে ৭ মার্চ এ লেভেল পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। ত্বকী পদার্থবিজ্ঞানে ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছিল, যা সারাদেশে সর্বোচ্চ। এছাড়া ও লেভেল পরীক্ষাতেও সে পদার্থ বিজ্ঞান ও রসায়ন পরীক্ষাতে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। 

হত্যাকাণ্ডের ৯ বছর পার হলেও এখন পর্যন্ত এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

5m ago