ডেসটিনি: বিদেশে পলাতক আসামিদের গ্রেপ্তারে রেড নোটিশ দেওয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পলাতক আসামিদের গ্রেপ্তারে রেড নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালককে এই নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া, এই মামলায় ডেসটিনি গ্রুপের পলাতক ৩৯ আসামিকে গ্রেপ্তারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার এক মামলায় সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের জামিন আবেদন নাকচ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে থাকা হারুন-অর-রশিদ সম্প্রতি চিকিৎসাজনিত কারণে জামিন আবেদন করেন বলে দ্য ডেইলি স্টারকে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান।

জামিন আবেদনের শুনানির সময় হারুনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মো. রবিউল আলম বুদু।

এর আগে, গত ১২ মে ঢাকার একটি আদালত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং ডেসটিনি-২০ সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-আর-রশিদসহ ৪৬ জন আসামিকে মানি লন্ডারিং মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে রফিকুল আমিনকে ১২ বছর এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-আর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

২০১৪ সালের ৪ মে বিনিয়োগকারীদের কাছ থেকে ৪ হাজার ২০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা ২টি মামলায় ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ আনে দুদক।

Comments

The Daily Star  | English

Injured protesters break barricades, take position near CA residence

Witnesses said dozens of protesters first broke through a barricade set up by the police near the Intercontinental Hotel in Shahbagh around midnight

22m ago