চেক জালিয়াতি মামলায় উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। ছবি: সংগৃহীত

চেক জালিয়াতির মামলায় কু‌ড়িগ্রামের রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।

আজ শনিবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

রাজিবপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আতাউর রহমান জানান, চেক জালিয়াতির অভিযোগে জামালপুর আদালতে আকবর হোসেন হিরোর বিরু‌দ্ধে রাজন মিয়া নামের একজন মামলা করেন।  এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জা‌রি হলে আজ ভোররাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী রাজন মিয়া বলেন, ২০১৯ সালে তার কাছ ১২ লাখ টাকার কয়লা বাকিতে নিয়ে যান উপজেলা চেয়ারম্যান। টাকা চাইলে উপজেলা চেয়ারম্যান তাকে একটি ১২ লাখ টাকার চেক দেন। কিন্তু অ্যাকাউন্টটিতে টাকা না থাকায় বারবার ব্যাংকে গিয়েও সেই টাকা ব্যাংক থেকে তুলতে পারেননি তিনি। ফলে চেয়ারম্যানের বিরুদ্ধে জামালপুর আদালতে মামলা করেন তিনি।

Comments