চবিতে যৌন নিপীড়ন: ৫ ছাত্রলীগ কর্মীকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

র‌্যাবের হাতে গ্রেপ্তার ৪ জন। ছবি: স্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ২ শিক্ষার্থীসহ ছাত্রলীগের ৫ কর্মীকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় হাটহাজারী থানা পুলিশ।

আজ রোববার হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছি।'

তিনি আরও বলেন, 'গ্রেপ্তারকৃত ৫ জনকে বর্তমানে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।'

এর আগে, গত ১৭ জুলাই রাতে চবির প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় চবির ২ শিক্ষার্থী ও হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীসহ  ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। ওই ৫ জন ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায় র‍্যাব।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

5m ago