ক্যাম্পাস

প্রতিবাদী গানে চতুর্থ দিনে চবি শিক্ষার্থীদের আন্দোলন

যৌন নিপীড়নের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
চবি রেলস্টেশনে প্রতিবাদী গানের আয়োজন। ছবি: নাঈমুর রহমান/ স্টার

যৌন নিপীড়নের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

৪ দফা পূরণের দাবিতে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন বারোমাসির আয়োজনে আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে চবি রেলস্টেশনে প্রতিবাদী গানের আয়োজন করা হয়।

কুপি জ্বালিয়ে প্রশাসনকে বেধে দেওয়া ৪ দিনের কথা স্মরণ করিয়ে দেন তারা। ছবি: নাঈমুর রহমান/ স্টার

এ সময় কুপি জ্বালিয়ে প্রশাসনকে বেধে দেওয়া ৪ দিনের কথা স্মরণ করিয়ে দেন তারা। সামনের প্ল্যাকার্ডে লেখা ছিল 'আর মাত্র ৩দিন বাকি কিন্তু'।

আয়োজকদের একজন হাসিবুল হাসান ফাহিম বলেন, 'আজকে দোষীদের শুধু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের ৪ দফায় বলা ছিল, দোষীদের শাস্তি নিশ্চিত করার কথা। এ ছাড়া, আরও ৩টি দাবি আমাদের ছিল। সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব।'

 

Comments

The Daily Star  | English

Iranian President Raisi feared dead as helicopter wreckage found

Iran's state television said Monday there was "no sign" of life among passengers of the helicopter which was carrying President Ebrahim Raisi and other officials

51m ago