অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার নথি খুঁজে বের করতে হাইকোর্টের নির্দেশ
আদালত থেকে গায়েব অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার নথি খুঁজে বের করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আদালত এই হত্যা মামলার নথি গায়েব করার ঘটনা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
রিট আবেদনকারী ও আইনজীবী এম আবদুল্লাহ আল হারুন রাসেল দ্য ডেইলি স্টারকে বলেছেন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং হাইকোর্টের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিচারাধীন হত্যা মামলার বিচারকাজ আদালতে পুনরায় শুরু করার জন্য হাইকোর্ট আদেশ দিয়েছেন।
আবদুল্লাহ আল হারুন রাসেলের জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
আবদুল্লাহ আল হারুন রাসেল বলেন, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের সামনে চলচ্চিত্র অভিনেতা সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়।
ওইদিনই গুলশান থানায় হত্যা মামলা করেন তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী।
একজন আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে হাইকোর্ট মামলার বিচার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।
২০১৫ সালে হাইকোর্ট স্থগিতাদেশ বাতিল করে এবং ট্রায়াল কোর্টে মামলার বিচার কার্যক্রম চালানোয় বাধা নেই বলে জানায়।
কিন্তু, হাইকোর্টের রায়ের অনুলিপি ট্রায়াল কোর্টে জানানো হয়নি এবং এর বিচার প্রক্রিয়া আবার শুরু হয়নি বলে জানা গেছে।
এছাড়া, মামলার নথি ট্রায়াল কোর্ট থেকে হারিয়ে গেছে বলে জানা গেছে, যা দুঃখজনক, বলে জানান এই আইনজীবী।
Comments