শরীয়তপুর

অতিরিক্ত ভাড়া আদায়, বিআরটিসিসহ ৫ বাসকে জরিমানা

শরীয়তপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় শরীয়তপুরে বিআরটিসির বাসসহ ৫টি বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশনায় আজ দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শরীয়তপুর, শরীয়তপুর থেকে ঢাকাগামী বাসের যাত্রীরা অভিযোগ করেন- ঈদ উপলক্ষে বেশ কিছু পরিবহন যাত্রীদের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত (দিগুণ) ভাড়া আদায় করছে। সরকার নির্ধারিত ভাড়া ২৫০ টাকা হলেও প্রতিটি বাসের যাত্রীদের কাছ থেকে জোর পূর্বক ৪০০ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এছাড়াও অধিকাংশ বাসে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ করা হচ্ছিল।'

তিনি আরও বলেন, 'আজ দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলে (শরীয়তপুর বাস স্ট্যান্ড) ৫টি বাসকে জরিমানা করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা গ্লোরী এক্সপ্রেসের ২টি, শরীয়তপুর পরিবহন মালিক সমিতির সুপার সার্ভিসের ১টি, শরীয়তপুর পরিবহনের ১টি ও বিআরটিসির ১টি বাসকে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এখন থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।'

এ বিষয়ে শরীয়তপুর পরিবহনের পরিচালক আসাদুজ্জামান এরশাদ বলেন, 'প্রশাসন শরীয়তপুর পরিবহনসহ যে ৫টি বাসকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে যে জরিমানা করেছে আমরা এটাকে সাধুবাদ জানাই। কোনো বাস শ্রমিক সরকারি নির্ধারিত ২৫০ টাকার অতিরিক্ত ভাড়া নিতে পারবেন না। যারা নিয়েছেন আমরা তাদের শোকজ করেছি এবং রাত ৮টার মধ্যে শরীয়তপুর পরিবহনের পরিচালকের কাছে কারণ দর্শাতে বলা হয়েছে।'

এ বিষয়ে জানতে শরীয়তপুর পরিবহন মালিক সমিতির সভাপতি ও শরীয়তপুর সুপার সার্ভিসের পরিচালক ফারুকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।

ঢাকা থেকে শরীয়তপুরে আসা যাত্রী মো. অনিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুর সুপার বাস সার্ভিস বাসে উঠি। কিছুদূর আসার পরপরই ভাড়া নেওয়ার সময় আমিসহ অন্যান্য যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা ভাড়া দাবি করে, যা সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে দিগুণ। আমরা অতিরিক্ত ভাড়া দিতে না চাইলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago