ভারত পেট্রোল-ডিজেলের দাম লিটারে ৫ ও ১০ রুপি কমালো

পেট্রল
ফাইল ফটো

দীপাবলি উৎসবের আগে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ৫ ও ১০ রুপি কমিয়েছে ভারত সরকার।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণকে স্বস্তি দিতে সরকার এমন ঘোষণা দিয়েছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, আসন্ন রবি শস্যের মৌসুমে কৃষকরা যাতে উপকৃত হন সে জন্য জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় সরকার ভোক্তাদের সুবিধার্থে রাজ্য সরকারগুলোকে জ্বালানি তেলের ওপর ভ্যাট কমানোর অনুরোধও করেছে।

দেশজুড়ে বিরোধীদের সরকারের সমালোচনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে গত সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে 'পকেট সামলান' বলে জনগণকে সতর্ক করেছিলেন।

গণমাধ্যমের সংবাদের বরাত দিয়ে তিনি বলেছিলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে ২০১৮-১৯ অর্থবছরে কেন্দ্রীয় সরকার ২ দশমিক ৩ লাখ কোটি রুপি আয় করেছে।

এ ছাড়াও, ভারতের ১৩ রাজ্যে গত ৩০ অক্টোবরের উপনির্বাচনে ক্ষমতাসীন বিজেপির ভরাডুবির অন্যতম কারণ হিসেবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টিকে সামনে এনেছে বিরোধী কংগ্রেস।

সরকার এমন সময় জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে যখন দেশটিতে এর দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

প্রতিবেদন মতে, ভারতের ৪টি প্রধান শহরে পেট্রোলের দাম প্রতি লিটার ১০০ রুপির বেশি।

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও ভারতে করের কারণে দেশটিতে গত ২ বছরে পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৪ রুপি বেড়েছে। গত এক বছরে বেড়েছে ২৫ রুপি। একই সময়ে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে সাড়ে ২৯ রুপি এবং গত এক বছরে বেড়েছে ২৫ রুপি।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

1h ago