ভারতে বিমানবন্দর ও ফ্লাইটে করোনার নতুন বিধি-নিষেধ জারি

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে সংগৃহীত নমুনা নিয়ে বের হচ্ছেন একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। ১২ সেপ্টেম্বর, ২০২০। রয়টার্স ফাইল ফটো

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) বিমানবন্দর এবং ফ্লাইটে নতুন করোনা বিধি-নিষেধ জারি করেছে। নতুন বিধি-নিষেধ অনুযায়ী, ফ্লাইটে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কারণ দেশটিতে করোনার দৈনিক সংক্রমণের ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

দিল্লি হাইকোর্টের একটি আদেশ মেনে ডিজিসিএ আরও বলেছে, করোনা বিধি লঙ্ঘনকারীদের 'অবাধ্য যাত্রী' হিসেবে বিবেচনা করা হবে এবং ফ্লাইট শুরুর আগে নামিয়ে দেওয়া হতে পারে।

দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিধি লঙ্ঘনকারীদের 'নো ফ্লাই লিস্ট'-এ রাখা হতে পারে।

আদেশে বলা হয়েছে, যাত্রীরা যদি বারবার মাস্ক পরতে অস্বীকার করেন এবং কোভিড প্রোটোকল অনুসরণ না করেন তাহলে ফ্লাইটের আগেই তাদের নামিয়ে দেওয়া হবে। অথবা ফ্লাইটে নিয়ম লঙ্ঘন করলে তাদের 'অবাধ্য' হিসেবে গণ্য করা হবে। বিমানবন্দরে বিধি লঙ্ঘনকারীদের জরিমানা করা এবং নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

ভারতে নতুন করোনার দৈনিক সংক্রমণ আজ ৫ হাজারের গণ্ডি পেরিয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৩৩ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।

মার্চের শুরু থেকে এই প্রথম নতুন সংক্রমণের সংখ্যা একদিনে ৫ হাজারের গণ্ডি পার হলো। গত সোমবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৫১৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৭১৫ জন।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

38m ago