ভারতের রাষ্ট্রপতি ‍নির্বাচনে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু

দ্রৌপদী মুর্মু। ছবি: এনডিটিভি

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছে। দ্রৌপদী মুর্মু ভারতের তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেতা। 

মঙ্গলবার পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডা মুর্মুকে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

দ্রৌপদী মুর্মুকে আগামী মাসের নির্বাচনে দেশের শীর্ষ সাংবিধানিক রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

৬৫ বছর বয়সী দ্রৌপদী ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী ও সাবেক মন্ত্রী। আগামী ১৮ জুলাই নির্ধারিত নির্বাচনে জয়ী হলে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং দেশের দ্বিতীয় নারী রাষ্ট্রপতি হবেন।

Comments