অভিজাত স্পেস ক্লাবের সপ্তম সদস্য দক্ষিণ কোরিয়া

ছবি: কোরিয়ান হেরাল্ড

প্রথমবারের মতো সফলভাবে দেশে তৈরি রকেট 'নুরি' মহাকাশে উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। 

আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে স্পেস লঞ্চ ভেহিকেল-২ উৎক্ষেপণ করা হয়। 

রকেটটি এক টনেরও বেশি ওজনের স্যাটেলাইন বহন করতে সক্ষম। 

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণকারী অভিজাত এই ক্লাবে প্রথম দিকে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যোগ দিলেও পরে চীন, জাপান ও ভারত অংশ নেয়। সবশেষ সদস্য হিসেবে এই ক্লাবে যোগ দিলো দক্ষিণ কোরিয়া। 

ছবি: সংগৃহীত

১৯৯০-এর দশকে প্রাথমিকভাবে মহাকাশে রকেট পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও এশিয়ার চতুর্থ বৃহত্তর অর্থনীতির এই দেশটিকে নিজেদের তৈরি স্যাটেলাইনবাহী রকেট উৎক্ষেপণের সমক্ষমতা প্রমাণ করতে প্রায় ৩০ বছর লেগে যায়। 

দেশটির মহাকাশ প্রযুক্তির এই অগ্রগতি ২০৩১ সালের মধ্যে চাঁদে অবতরণের উচ্চাকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

নুরি রকেট উৎক্ষেপণের প্রথম প্রচেষ্টার আংশিক সাফল্যের প্রায় ৮ মাস পর পুরোপুরি সফলতা এসেছে। 
 

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago