শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভকারীদের ৮ দফা দাবি
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ চেয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৮ দফা দাবি জানিয়েছেন 'গল ফেস গ্রিন' প্লাটফর্মের বিক্ষোভকারীরা।
আজ শুক্রবার দেশটির দৈনিক মিরর এ সংবাদ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান সংকট মোকাবিলায় বিক্ষোভকারীদের দাবিগুলো পার্লামেন্টে তুলে ধরা হবে।
দাবিগুলো হলো:
১. প্রেসিডেন্ট গোতাবায়া দুর্নীতিগ্রস্ত রাজাপাকসে পরিবারের সদস্য হওয়ায় তাকেও পদত্যাগ করতে হবে।
২. অন্তর্বর্তী সরকারের মেয়াদ সুনির্দিষ্ট করে দিতে হবে এবং তা ১৮ মাসের বেশি হতে পারবে না।
৩. সংবিধানের প্রয়োজনীয় সংশোধনগুলো দ্রুত করতে হবে।
৪. বর্তমান সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। সব প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। মধ্য ও দীর্ঘ মেয়াদে সমস্যাগুলোর সমাধান করতে হবে।
৫. সব সরকারি কর্মকর্তাকে তাদের সম্পত্তির হিসাব জমা দিতে হবে এবং অবৈধভাবে অর্জিত সম্পদ ফিরিয়ে দিতে হবে।
৬. আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দ্রুত স্বস্থিদায়ক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সবার অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।
৭. জীবনযাপনের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে যুক্ত করতে হবে।
৮. অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনতে হবে।
এক বিক্ষোভকারী চামিরা দেদুবংগে গণমাধ্যমকে বলেন, 'শান্তিপূর্ণ প্রতিবাদের ৩৬তম দিনে পার্লামেন্টে পাঠানোর জন্য আমাদের দাবির তালিকা তৈরি করেছি। আমাদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি শ্রীলঙ্কার নাগরিকদের অধিকার তুলে ধরার প্লাটফর্ম।'
Comments