রাজাপাকসে ও তার ছেলের শ্রীলঙ্কা ত্যাগে নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। রয়টার্স ফাইল ছবি

সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলার ঘটনায় শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে নামাল ও  তাদের ১৫ মিত্রের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন কলম্বোর আদালত।

আজ বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এ ছাড়া, বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবারের ওই ঘটনায় ৯ জন নিহত হয়েছেন।

আদালতের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আদালতে রাজাপাকসে ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও চাওয়া হয়েছিল। তবে যে কোনো সন্দেহভাজনকে আটক করার ক্ষমতাই পুলিশের আছে উল্লেখ করে এ আবেদন নাকচ করে দেন ম্যাজিস্ট্রেট।

সোমবারের সহিংসতার শিকার ব্যক্তিরা বলছেন, রাজাপাকসে এবং তার মূল সহযোগীরা নিজেদের প্রায় ৩ হাজার সমর্থককে বাসে করে রাজধানীতে নিয়ে গিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে প্ররোচিত করেছিলেন।

এ ছাড়া, তার অনুসারীরা তার বাসভবন থেকে বেরিয়ে এসে লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান।

হামলার পর অন্তত ২২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago