ভূমিকম্পে আহত আফগানদের বিমানবন্দরে চিকিৎসার ব্যবস্থা

ভূমিকম্পে আহত আফগানদের খোস্ত বিমানবন্দরে চিকিৎসা দেওয়া হচ্ছে
ভূমিকম্পে আহত আফগানদের খোস্ত বিমানবন্দরে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আফগান টিভি থেকে নেওয়া স্ক্রিণশট

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রদেশগুলোতে ভূমিকম্পে আহত ব্যক্তিদের খোস্ত প্রদেশে সরিয়ে নেওয়া হচ্ছে। খোস্ত বিমানবন্দরের ভেতরে মেডিকেল দলগুলো তাদের চিকিৎসা দিচ্ছেন।

গতকাল শুক্রবার আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা জানান, মৃতের সংখ্যা বেড়ে ১১ শ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা এক হাজার ৬০০-র বেশি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, আহতদের এক হাজারের বেশির অবস্থা আশঙ্কাজনক। প্রতিদিনই আহতের সংখ্যা বাড়ছে।

এয়ারপোর্টের ভেতরে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আফগান টিভি থেকে নেওয়া স্ক্রিণশট
এয়ারপোর্টের ভেতরে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আফগান টিভি থেকে নেওয়া স্ক্রিণশট

খোস্ত প্রদেশ সফররত ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানী সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিপদগ্রস্ত জনগোষ্ঠীর ত্রাণ ও সহায়তা কার্যক্রম আরও গতিশীল হয়।

'ত্রাণ বিতরণ কার্যক্রম মধ্যরাত থেকেই চলছে। ইসলামিক আমিরাতের নেতা (হিবাতুল্লাহ আখুন্দজাই) এই প্রক্রিয়াকে আরও গতিশীল করার জন্য তার নিজস্ব দল পাঠিয়েছেন', যোগ করেন তিনি। 

ইতোমধ্যে খোস্ত প্রদেশের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে আহত ব্যক্তিদের প্রাদেশিক বিমানবন্দরে নিয়ে আসা হচ্ছে।

খোস্তের স্বাস্থ্য বিভাগের উপ-প্রধান আবদুল রহমান জাহিদ বলেন, 'পাকিস্তান থেকে একটি মেডিকেল দল এসেছে। তারা আহতদের চিকিৎসায় সহায়তা প্রদান করছেন। যদি কাউকে এখানে চিকিৎসা না দেওয়া যায়, তাহলে তাকে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।'

আহতদের স্বজনরা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান।

পাকটিকার বাসিন্দা আবদুল্লাহ নুর বলেন, 'আমরা সব দায়িত্বশীল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাই আহতদের চিকিৎসা এবং আমাদেরকে আরও সহায়তা দিতে।'

আরব আমিরাত থেকে বিমানবন্দরে ত্রাণ প্যাকেজ এসে পৌঁছেছে। ছবি: আফগান টিভি থেকে নেওয়া স্ক্রিণশট
আরব আমিরাত থেকে বিমানবন্দরে ত্রাণ প্যাকেজ এসে পৌঁছেছে। ছবি: আফগান টিভি থেকে নেওয়া স্ক্রিণশট

ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি মানবতার ত্রাণ প্যাকেজ খোস্ত প্রদেশে পৌঁছেছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago