নায়ক দেবকে গরু পাচার মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই
ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু চোরাকারবারির ঘটনায় করা একটি মামলার তদন্তে অভিনেতা এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী দেবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
সিবিআই সূত্র জানায়, সংস্থাটির দুর্নীতিবিরোধী শাখা অভিনেতা দেবকে আগামী ১৫ ফেব্রুয়ারি কলকাতার নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে হাজির হতে বলেছে।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর করা এ মামলায় অভিযুক্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের সময় দেবের নাম বেশ কয়েকবার উঠে আসে বলে সিবিআই জানায়।
সীমান্ত দিয়ে গরু চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এর আগে সিবিআই ব্যবসায়ী ও তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছিল।
মামলার প্রধান আসামি এনামুল হককেও জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। তারা দুজনেই সুপ্রিম কোর্ট থেকে বর্তমানে জামিনে আছেন।
পলাতক থাকায় গরু পাচার মামলায় বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এছাড়া, এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের সাবেক এক কমান্ড্যান্টকেও গ্রেপ্তার করে সিবিআই। পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মামলায় এনামুল হক ও বিএসএফ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে সিবিআই।
Comments