অজ্ঞাত স্থান থেকেই গ্যাস বিতরণের নির্দেশ দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

গোতাবায়া রাজাপাকসে। রয়টার্স ফাইল ফটো

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অবস্থান এখনো অজানা। তবে, তিনি অজ্ঞাত স্থান থেকে আবারও সক্রিয় হয়ে উঠেছেন এবং এলপি গ্যাসের চালান পৌঁছানোর পর তা বিতরণ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ারের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

নিউজওয়ার জানিয়েছে, প্রেসিডেন্টের সচিবালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ বিকেলে গ্যাসের চালান দেশে আসার পরপরই দ্রুত গ্যাস বিতরণ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে শ্রীলঙ্কানরা তীব্র গ্যাস সংকটের মুখে পড়েন। এই সমস্যা সমাধানে সরকারকে বাধ্য করতে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। ৩ হাজার ৭৪০ মেট্রিক টন গ্যাস বহনকারী দ্বিতীয় জাহাজটি ১১ জুলাই এবং তৃতীয়টি ৩,২০০ মেট্রিক টন গ্যাস নিয়ে ১৫ জুলাই পৌঁছাবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যম।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর প্রশাসনিক ভবন দখল করেছে। তবে, আজ রোববার বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গতকাল বিক্ষোভকারীরা ভবনটিতে হামলা চালানোর সময় রাজাপাকসে সেখানে উপস্থিত ছিলেন না।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

5h ago