আবারও সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

সাবমেরিন থেকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। রয়টার্স ফাইল ছবি

উত্তর কোরিয়া আজ শনিবার জাপান সমুদ্রের দিকে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের ক্ষমতা গ্রহণের ৩ দিন আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো। ইতোমধ্যে প্রতিবেশী উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ইওল।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল সিনপোর কাছ থেকে একটি সাবমেরিন থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সিনপো এমন একটি স্থান, যেখানে উত্তর কোরিয়া তার সবমেরিন ও পরীক্ষার জন্য সামরিক সরঞ্জাম মজুদ রাখে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, উত্তর কোরিয়ার সর্বশেষ পরীক্ষা চালানো অস্ত্রটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানায়, ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনের বাইরে আঘাত হেনেছে।

এটি চলতি বছর উত্তর কোরিয়ার ১৫তম অস্ত্র পরীক্ষা। এর আগে, গত ৪ মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল দেশটি।

সেদিনও উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

15h ago