আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

ছবি: এপি

উত্তর কোরিয়া আজ বুধবার তার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়া ও জাপানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়েছে, পিয়ংইয়ং তার পারমাণবিক শক্তি 'যত দ্রুতগতিতে সম্ভব' বিকাশের প্রতিশ্রুতি দেওয়ার প্রায় এক সপ্তাহ পর এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো।

এটি চলতি বছর উত্তর কোরিয়ার ১৪তম অস্ত্র পরীক্ষা। এর আগে, গত ১৬ এপ্রিল সর্বশেষ অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি।

আগামী ১০ মে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ক্ষমতা গ্রহণ করবেন। এর কয়েকদিন আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শক্তিমত্তার জানান দিলো প্রতিবেশী বৈরীভাবাপন্ন দেশ উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে দুপুরের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এই এলাকায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

এর আগে, গত ২৪ মার্চ এই স্থান থেকেই উত্তর কোরিয়া তার বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হোয়াসং-১৭ নিক্ষেপ করেছে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago