সাজা বাতিল, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
দেশের সব হাসপাতাল থেকে ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আজ সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠকে পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। বৈঠকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের সাজা বাতিলেরও সিদ্ধান্ত এসেছে।
সকালে ধানমন্ডিতে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন নাসিম। বৈঠকের পর তিনি বলেন, জনগণের স্বার্থে তাদের (ইনটার্ন) কাজে যোগ দিতে অনুরোধ করেছি আমি এবং তারা এটা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ ফেব্রুয়ারি এক রোগীর ছেলেকে মারধরের অভিযোগ তদন্তের পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার জন ইন্টার্ন চিকিৎসককে ছয় মাসের জন্য সাসপেন্ড ও অন্য চারটি কলেজে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাজা প্রত্যাহার ও নিজেদের নিরাপত্তার দাবিতে গত বৃহস্পতিবার থেকে তারা ধর্মঘট শুরু করেন। তাদের দাবির সমর্থনে সারা দেশের বেশ কয়েকটি মেডিকেল কলেজের ইন্টার্নরা কর্মবিরতিতে যান।
ইন্টার্নদের অভিযোগ, ঘটনাটি যথাযথভাবে তদন্ত করা হয়নি ও রোগীর আত্মীয়দের কাছে এক নারী ইন্টার্ন চিকিৎসক দুর্ব্যবহারের শিকার হন।
Comments