রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসা মালয়েশিয়ার জাহাজ চট্টগ্রাম বন্দরে
রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসা মালয়েশিয়ার জাহাজ ‘নটিক্যাল আলিয়া’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজের ত্রাণ আজ বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের মাঝে বিতরণ করা হবে।
ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার, পররাষ্ট্র সচিব খুরশিদ আলম ও কক্সবাজারের জেলা প্রশাসক আলি হোসেন জাহাজটিকে গ্রহণ করবেন।
জেলা প্রশাসককে উদ্ধৃত করে আমাদের স্টাফ সংবাদদাতা জানান, জাহাজটিতে আনা বিভিন্ন ধরনের এক হাজার ৪৭২ টন ত্রাণ ১৫ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
এদের মধ্যে টেকনাফে সাড়ে পাঁচ হাজার ও উখিয়ার সাড়ে নয় হাজার রোহিঙ্গা পরিবার।
ক্যাপ্টেইন মোহাম্মদ নাইমুল হকের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা গতকাল ত্রাণ নিয়ে আসা সংগঠকদের সঙ্গে ক্যাপ্টেইন ব্রিজের মিটিং রুমে বৈঠক করেছেন।
রোহিঙ্গা ক্যাম্পগুলো কক্সবাজারের কাছাকাছি অবস্থিত। বলা হয়, এর মধ্যে কুটুপালং ক্যাম্পে ১০ হাজারের বেশি রোহিঙ্গা পরিবার অবস্থান করছে।
Comments