ঢাকা মেডিকেলে পরিত্যক্ত জোড়াশিশু

শারীরিকভাবে সংযুক্ত দুটি শিশুকে তাদের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংযুক্ত শিশু দুটির মাথা আর হাত আলাদা হলেও বুক থেকে তাদের শরীর জোড়া লাগানো।
ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক সার্জারি ইউনিটে রেখে যাওয়া দুই শিশু। ছবি: শাহীন মোল্লা
ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক সার্জারি ইউনিটে রেখে যাওয়া দুই শিশু। ছবি: শাহীন মোল্লা

শারীরিকভাবে সংযুক্ত দুটি শিশুকে তাদের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংযুক্ত শিশু দুটির মাথা আর হাত আলাদা হলেও বুক থেকে তাদের শরীর জোড়া লাগানো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ২টায় দুই জন লোক শিশু দুটিকে নিয়ে আসে। হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি ইউনিটে তাদের ভর্তি করা হয়। এর পর ২০৫ নাম্বার অবজারভেশন ওয়ার্ডের একটি বেডে শিশুদুটিকে ফেলে রেখে চলে যায় তারা।

শিশু দুটির দেখাশোনার দায়িত্ব পেয়েছেন হাসপাতালের আয়া নাসিমা আক্তার বিউটি। তিনি জানান, জোড়াশিশু দুটি কিছুক্ষণ পর পর নড়াচড়া আর কান্নাকাটি করছে।

এই মুহূর্তে শিশু দুটিকে ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমানের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago