বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬ জনের মরদেহ ঢামেক মর্গে

কথা বলছেন জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের সদস্যরা। ছবি: ইউএনবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ আরও ছয়জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।

ঢামেক হাসপাতালের জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল শুক্রবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

মর্গে থাকা লাশগুলোর মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

বিশেষ সেলের সেক্রেটারি হাসান ইনাম বলেন, 'রুটিন দায়িত্ব পালন করতে গিয়ে আমরা জানতে পারি, ঢামেক হাসপাতালে গণ-অভ্যুত্থানে শহীদ ছয়জনের বেওয়ারিশ লাশ রয়েছে। শুক্রবার সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন।'

তিনি বলেন, 'লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়েছে "আঘাত জনিত কারণে মৃত্যু"। একজনের মৃত্যুর কারণ হিসেবে "ওপর থেকে নিচে পড়ে মৃত্যু" লেখা হয়েছে। লাশগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে তাদের পরিহিত আলামতও সংগ্রহ করা হয়েছে।'

'শাহবাগ পুলিশ আমাদের জানিয়েছে যে এই লাশগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের। তাই আমরা বিশ্বাস করি যে, তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শহীদ। তবে লাশগুলো কবে এখানে আনা হয়েছে, পুলিশ তা স্পষ্ট করেনি।'

কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

Comments

The Daily Star  | English

Reform commission reports provide framework for new Bangladesh: Yunus

Earlier this morning, the chiefs of four reform commissions submitted their reports to the chief adviser

19m ago