জঙ্গি ভাইবোনের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞা

জঙ্গি ভাইবোনের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞা
জঙ্গি ভাইবোনের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞা

- দুই ভাই এবং এক বোনের হিজবুত তাহরির সাথে যোগসূত্র

- বড় বোন সাবেক ঢাবি ছাত্রী

- একই পরিবারের ছয়জন জঙ্গিবাদের সাথে জড়িত

- পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতার প্রতিশ্রুতি

নিষিদ্ধ জঙ্গিসংগঠন হিজবুত তাহরির তথাকথিত সদস্য, যশোরের তিন ভাইবোনের পুলিশের সামনে আত্মসমর্পণ করেছেন এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞা করেছে, জানিয়েছে পুলিশ সূত্র |

পুলিশ জানায়, সম্প্রতি ঘটে যাওয়া হোলি আর্টিজান রেস্টুরেন্টে আর শোলাকিয়া জঙ্গি হামলার পরে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন |

তারা হলেন তানজিব ওরফে আশরাফুল, তার ভাই তানজির আহমেদ এবং বোন মাসুমা আখতার |

পুলিশ জানায়,ঢাবি থেকে স্নাতক এবং স্বাতকোত্তর করা মাসুমা ছিলেন সংগঠনের একজন সাধারণ সদস্য আর তানজিব ছিলেন মোশরেফ |

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেন, স্বাভাবিক জীবনে ফেরার জন্য এরা পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে |

এই তিন সহোদর যশোরের চিহ্নিত জঙ্গিদের মধ্যে তালিকাভুক্ত | গত বছর জামিনে মুক্তি পাবার পরে থেকে তারা পলাতক ছিল |

মনিরুজ্জামান বলেন, স্বাভাবিক জীবনে ফেরার জন্য এই সহোদরদের সকল প্রকার আইনি সহযোগিতা করা হবে |

এদের পরিবারের অন্য সদস্যদের কাছেও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ আছে বলে জানান মনিরুজ্জামান |

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

9h ago