শাকিব খানের সঙ্গে আমার বিয়ে হয়েছে: অপু বিশ্বাস

Apu
নিউজ টোয়েন্টিফোর-এ অপু বিশ্বাসের লাইভ।

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আজ বিকেলে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয় গুলশানে শাকিব খানের বাসায়। বিয়ের কাজী এসেছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে।

শাকিব খানকে ভালোবেসে তাঁকে এবং তাঁর ক্যারিয়ার ঠিক রাখতেই এই বিয়ের খবর তিনি এতোদিন লুকিয়ে রেখেছিলেন বলেও জানান অপু। আজকে শাকিব খানের শীর্ষে আসার ক্ষেত্রে তাঁরও অবদান রয়েছে এমনটি উল্লেখ করেন তিনি বলেন, “নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে কেবল মাত্র শাকিব খান ভালো থাকুক এমনটাই চেয়েছি। আমি আমার ক্যারিয়ারের কথা চিন্তা করিনি। আমি চেয়েছি ও (শাকিব) ভালো থাকলে আমি ভালো থাকব।”

শাকিব খানের ভালো দেখতে গিয়ে নিজের ছোট হওয়ার বিষয়টি বারবার তুলে ধরেন তিনি। অপু বলেন, “আমি চেয়েছি শাকিবের ক্যারিয়ার ভালো হোক, কিন্তু আমাকে ছোট করে না।”

বুবলি এবং তাঁর মধ্যকার কথাগুলো নিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে সেকথাও তুলে ধরেন অপু। ‘রংবাজ’ সিনেমায় নায়িকা হওয়ার দৌড়ে অনেকের সঙ্গে অপু বিশ্বাস এবং বুবলিও ছিলেন। কিন্তু সবাইকে পেছনে ফেলে চুক্তি স্বাক্ষর করেন বুবলি। আর এটা মেনে নিতে পারছেন না অপু। কারণ হিসাবে তিনি বলেন, “আমার কাছে শাকিবের কমিটমেন্ট ছিল, বুবলির সাথে সে আপাতত কাজ করবে না।”

গত ডিসেম্বরে বাংলাদেশে আসার পর অপু ও তাঁদের সন্তানকে দেখতে যান শাকিব। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে এই দম্পতির একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম আব্রাহাম খান জয়। অপুর অভিযোগ বারবার অনুরোধ করার পরও সন্তান জন্মের সময় পাশে ছিলেন না শাকিব।

তিনি আরও অভিযোগ করেন যে তাঁর ওপর অনেক অত্যাচার করা হয়েছে। আরও বলেন, শাকিবের ক্যারিয়ারের কথা ভেবে এসব গোপন রাখা হয়েছিল। তবে এখন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাঁকে তা প্রকাশ করতে হচ্ছে।

আব্রাহামকে শাকিবের পরিবারের সবাই দেখে গিয়েছেন বলেও জানান অপু। পরিবারের সবাই তাঁদের বিয়ে কিভাবে নিয়েছেন এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, বিয়ের পর শাকিব খানের পরিবারের সঙ্গেই থেকেছেন অপু বিশ্বাস।

Comments