শিল্পকলার হল খুলে দেওয়ার দাবি গ্রুপ থিয়েটার ফেডারেশনের
ঢাকাসহ সারাদেশের শিল্পকলা একাডেমির সবগুলো হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
মঞ্চ নাটক এবং অন্যান্য অনুষ্ঠানের অনুমতি চেয়ে ফেডারেশন আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ রাতে দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।
কামাল বায়েজীদ বলেন, 'সরকার এক এক করে সবকিছু খুলে দিচ্ছে। আমরা যারা থিয়েটার করি তাদের শিল্পচর্চার প্রয়োজন আছে। তাদেরও কিছু করে খেতে হয়। কাজেই আমরা চিঠিতে লিখেছি ১৯ আগস্ট থেকে যেন সবগুলো মিলনায়তন খুলে দেওয়া হয়।'
তিনি আরও বলেন, 'আমরা আরও একটি জোর দাবি জানিয়েছি। জোর দাবি হচ্ছে- শিল্পকলা একাডেমি যেন ভাড়া মওকুফ করে সকল মিলনায়তন খুলে দেয়। এক্ষেত্রে ফেডারেশন সব মিলনায়তনের ৫০ ভাগ আসন সংরক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার অনুমতি চেয়েছে।'
তিনি জানান, করোনা মহামারিতে সংস্কৃতি অঙ্গনের ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্যও বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফেডারেশনের দাবির সঙ্গে আমি একমত। আমি বলতে চাই- আমরা যদি পর্যটন কেন্দ্র খুলে দিতে পারে, তাহলে নাটকের জন্য মিলনায়তন কেন খুলে দেওয়া হবে না? অবশ্যই খুলে দেওয়া উচিত।'
ঢাকা থিয়েটারের অন্যতম সদস্য অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, 'ধীরে ধীরে সবই খুলে দেওয়া হচ্ছে। থিয়েটারের জন্য হল খুলে দেওয়া হোক। থিয়েটারের কর্মীরা শিল্পচর্চা করার সুযোগ পাবে।'
Comments