দেড় বছর পর মঞ্চে আবারও ‘সার্কাস সার্কাস’
থিয়েটার হল বন্ধ থাকার কারণে টানা দেড় বছর পর মঞ্চায়িত হবে নাটক সার্কাস সার্কাস। একসময় নিয়মিত নাটকটি মঞ্চায়িত হলেও করোনার কারণে এতদিন বন্ধ ছিল।
আগামী ২ অক্টোবর সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির মঞ্চায়ন হবে।
প্রাচ্যনাট প্রযোজিত নাটকটির নাট্যকার ও পরিচালক আজাদ আবুল কালাম।
সার্কাস সার্কাস নাটকের অভিনয় শিল্পীরা হলেন—আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, সানজিদা প্রীতি প্রমুখ।
পরিচালক আজাদ আবুল কালাম আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'সার্কাস সার্কাস আমাদের দলের একটি জনপ্রিয় নাটক। নাটকটি করে দর্শকের কাছে অনেক সাড়া পেয়েছি।'
তিনি আরও বলেন, 'অনেকদিন পর মঞ্চে ফিরব, এ জন্য অবশ্যই ভালো লাগছে।'
একটি সার্কাস দলকে কেন্দ্র করে এই নাটকের গল্প। দ্য গ্রেট বেঙ্গল সার্কাস দলটি একসময় ব্যাপক সুনাম অর্জন করে। নানা জায়গায় শো করে দলটি। অনেকদিন পর দলের ভেতর শুরু হয় কলহ। একদিন দলটি গ্রামে শো করতে যায়। সেখানে মৌলবাদের কালো থাবা এসে পড়ে। সার্কাস বন্ধ করার হুমকি আসে। সার্কাস দলে আগুন দেওয়া হয়। নিহতের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় সার্কাস।
ইতোমধ্যে নাটকটির শততম মঞ্চায়ন হয়েছে। এটি প্রাচ্যনাটের চতুর্থ প্রযোজনা।
Comments