কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ অডিশনের বিজয়ীদের নাম ঘোষণা

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া সরকার ও বাংলাদেশে অবস্থিত স্যামসাং ইলেকট্রনিকসের পৃষ্ঠপোষকতায় জুন-জুলাইব্যাপী অনুষ্ঠিত কে-পপ ওয়ার্ল্ড ২০২১ অনুষ্ঠানের বাংলাদেশ পর্বের অডিশনে ছয়টি দলকে বিজয়ী ঘোষণা করেছে ঢাকায় অবস্থিত কোরিয়ান দূতাবাস।

আজ সোমবার কোরিয়ান দূতাবাস জানায়, বাংলাদেশ থেকে এলএক্সএস, ইএক্সডি, লস্ট ডাইন্যাস্টি, ডেক্সভারস, হ্যাভেনস ল' ও ব্ল পপারসকে বিজয়ী দল হিসেবে নির্বাচিত করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশি তরুণদের ১৪২টি দল ভিডিও ফরম্যাটে তাদের কে-পপ পারফরম্যান্স জমা দিলে তাদের মধ্য থেকে ছয়টি দলকে নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় অভিনয় শিল্পীদের দুটি পারফরম্যান্স জমা দিতে বলা হয়েছিল। তার মধ্যে একটি মনোনীত কে-পপ গ্রুপ বিটিএস অথবা ব্ল্যাক পিঙ্ক থেকে। অন্যটি স্বাধীনভাবে নির্বাচিত কে-পপগান থেকে।

গণমাধ্যম ও সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের পাঁচ জন পেশাজীবীর সমন্বয়ে গঠিত সিলেকশন প্যানেলের মাধ্যমে দুটি পর্যায়ে মূল্যায়ন ও স্ক্রিনিং করা হয়। গত ১২ জুলাই প্রথম ধাপে ১৪২টি দলের মধ্য থেকে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়। এরপর ২৯ জুলাই প্যানেল স্ক্রিনিংয়ের মাধ্যমে এলএক্সএস, ইএক্সডি, লস্ট ডাইন্যাস্টি, ডেক্সভারস, হ্যাভেনস ল' ও ব্ল পপারস এই ছয়টি বিজয়ী দলকে নির্বাচিত করা হয়।

গত ৩০ জুলাই আইইউবির মঞ্চে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে দেশব্যাপী কোভিড মহামারির কারণে সেটা সম্ভব হয়নি।

নির্বাচিত ছয়টি দলকে কোরিয়ান দূতাবাস পুরস্কৃত করবে এবং ২০২১ চ্যাংওন কে-পপ বিশ্ব উৎসবের আয়োজকের কাছে জমা দেওয়া হবে। যা কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় রেখে আগামী অক্টোবরে কোরিয়ায় অনুষ্ঠিত হবে।

কোরিয়ান আয়োজকরা নির্বাচিতদের কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাবে এবং বিশ্বের অন্যান্য পারফর্মারদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ দেবে।

২০১৮ সালে কোরিয়ান দূতাবাস আয়োজিত কে-পপ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলেন মিস শেফা তাবাসসুম। তাকে কোরিয়ার ২০১৮ চ্যাংওন কে-পপ বিশ্ব উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া একক কে-পপ নাচের জন্য সেরা পুরস্কারও জিতেছিলেন তিনি।

তবে, দীর্ঘদিন ধরে কোভিড-১৯ মহামারির কারণে পরপর দুবছর কে-পপ প্রতিযোগিতা ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে কোরিয়া। দূতাবাস বলেছে, আমরা সেই সমস্ত বাংলাদেশি তরুণ-তরুণীদের অত্যন্ত সাধুবাদ জানাই, যারা ভার্চুয়ালি অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কে-পপ-এর প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছিল।

বিজয়ী ছয় জনের পারফরম্যান্স দূতাবাসের ইউটিউব অ্যাম্বেসি অব দ্য রিপাবলিক অব কোরিয়া ইন বাংলাদেশের ইউটিউবে শেয়ার করা হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সপ্তাহে দূতাবাসে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Comments

The Daily Star  | English

Exporters fear losses as India slaps new restrictions

Bangladesh’s exporters fear losses as India has barred the import of several products—including some jute items—through land ports, threatening crucial trade flows and millions of dollars in earnings.

4h ago