৩ নায়িকার লড়াই

আগামীকাল ঈদের দিন সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আজহার ৩ সিনেমা দিন: দ্য ডে, সাইকো ও পরাণ। এই সিনেমাগুলোতে নায়িকা হিসেবে আছেন যথাক্রমে বর্ষা, পূজা চেরি ও বিদ্যা সিনহা মিম।
বর্ষা, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরি। ছবি: সংগৃহীত

আগামীকাল ঈদের দিন সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আজহার ৩ সিনেমা দিন: দ্য ডে, সাইকো ও পরাণ। এই সিনেমাগুলোতে নায়িকা হিসেবে আছেন যথাক্রমে বর্ষা, পূজা চেরি ও বিদ্যা সিনহা মিম।

ইতোমধ্যে ৩ সিনেমা নিয়ে আলোচনা জমে উঠেছে চলছে চলচ্চিত্র অঙ্গনে, সামাজিক যোগাযোগমাধ্যমে। মুক্তির কয়েক দিনের মধ্যেই জানা যাবে কোন নায়িকার সিনেমা দর্শক পছন্দের শীর্ষে রয়েছে।

বর্ষা বলেন , 'দিন: দ্য ডে  সিনেমায় অনেক পরিশ্রম করে ইরানে গিয়ে শুটিং করেছি। আমাকে পঞ্চাশোর্ধ্ব আন্টিরা  সবচেয়ে বেশি পছন্দ করেন। তারা আমাকে বলে থাকেন, খুবই সুন্দর করে তুমি নিজেকে উপস্থাপন করো। যেটা আমাদের সন্তান ও পরিবারের সঙ্গে বসে দেখা যায়। সিনেমাটি দেখে সবাই প্রশংসা করবেন বলে আমার বিশ্বাস।'

বর্ষা আসছেন ‘দিন: দ্য ডে’ নিয়ে।

বিদ্যা সিনহা মিম বলেন, 'পরাণ নিয়ে আমরা আশা করছি। সিনেমার গান-ট্রেইলার দর্শককে মুগ্ধ করেছে। এই সিনেমার গল্প-অভিনয় আপনাদের পছন্দ হবে বলে আমার বিশ্বাস। সিনেমায় আমার সহশিল্পীরা দারুণ অভিনয় করেছেন। দর্শকের কাছে অনুরোধ থাকবে, হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার জন্য। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে। সিনেমায় অনন্যা চরিত্রের জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করি দর্শক আমাকে পছন্দ করবেন।'

'পরাণ' সিনেমায় মিমের সঙ্গে আছেন শরীফুল রাজ ও ইয়াশ। ছবি: সংগৃহীত

পূজা চেরি বলেন, 'আমি সবসময়ই চেয়েছি দর্শককে ভালো ভালো সিনেমা উপহার দিতে। এই সিনেমার ট্রেইলার, গান প্রকাশের পর থেকেই সবার কাছ থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার বারবার শুধু মনে হচ্ছে, কেমন ভাত রান্না হয়েছে সেটা প্রথম ভাত টিপেই বোঝা যায়। ট্রেইলার-গানে সেটা বুঝেছি। সাইকো সিনেমার চরিত্রটি গত ঈদে মুক্তি পাওয়া গলুই, মালা কিংবা শান সিনেমার রিয়ার চেয়ে  একেবারে আলাদা। এখানে নতুনভাবে দর্শকরা আমাকে আবিষ্কার করবেন বলে আমার বিশ্বাস।'

রোশান-পূজা চেরি অভিনীত 'সাইকো' সিনেমাটি দেশের ১৭টি প্রেক্ষাগৃহে দেখা যাবে। ছবি: সংগৃহীত

মোর্তেজা অতাশ জমজম পরিচালিত অনন্ত জলিল-বর্ষা অভিনীত 'দিন: দ্য ডে' সিনেমাটি দেশের ১০৯টি সিনেমাহলে। অনন্য মামুন পরিচালিত রোশান-পূজা চেরি অভিনীত  'সাইকো' সিনেমাটি  দেশের ১৭টি প্রেক্ষাগৃহে দেখা যাবে। রায়হান রাফি পরিচালিত মিম, শরীফুল রাজ ও ইয়াশ অভিনীত 'পরাণ' সিনেমাটি ঢাকার সিনেপ্লেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে আগামীকাল ঈদের দিন থেকে।

Comments

The Daily Star  | English

Yunus urges countries to engage with 'new Bangladesh'

Highlighting the context of the anti-discrimination student movement and the changes it brought to Bangladesh, Prof Yunus said the "power of the ordinary people", in particular the youth, presented to the nation an opportunity to overhaul many of the systems and institutions

10h ago