ঈদের নাটকে চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ

ছেলে শুদ্ধর সঙ্গে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলে শুদ্ধকে এবার দেখা যাবে ঈদের নাটকে।

এজাজ মুন্না পরিচালিত নাটকটির নাম 'ইতি তোমার আমি'। ৭ পর্বের নাটকটির নাট্যকার বৃন্দাবন দাশ।

চঞ্চল চৌধুরী আজ শনিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই নাটকের জন্য শুদ্ধর কাছ থেকে তিন দিনের ডেট নেওয়া হয়েছে। একজন পেশাদার শিল্পীর সঙ্গে যেভাবে পরিচালক সবকিছু চূড়ান্ত করেন, ওর সঙ্গে তাই করা হয়েছে। এটা খুব ভালো লাগার বিষয়।'

তিনি আরও বলেন, 'নাটকটিতে শুদ্ধ আমার ছেলের চরিত্রেই অভিনয় করছে। ওর দাদার চরিত্রে অভিনয় করছেন আমার নাট্যগুরু মামুনুর রশীদ। আমার সঙ্গে শুদ্ধর বেশ কয়েকটি দৃশ্য রয়েছে। কাজটি খুব উপভোগ করছি।'

এক প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, 'ভালোলাগার বিষয় হচ্ছে শুদ্ধ অভিনয় করতে ইচ্ছুক। অভিনয়ের প্রতি ওর ভালোবাসা আছে। পড়ালেখার জন্য বেশি কাজ করতে পারবে না। এই নাটকটি বৃন্দাবন দার লেখা, এজাজ মুন্নার পরিচালনা। বলতে গেলে আমাদেরই কাজ। সেজন্য করছে।'

`ছেলের জন্য শুটিং করাটা একটা কমফোর্ট জোন। ভবিষ্যতে কী হবে জানি না। অভিনয় করতে চাইলে প্রচুর শিখতে হবে, সাধনা করতে হবে, লেগে থাকতে হবে', বলেন চঞ্চল চৌধুরী।

তিনি বলেন, 'পড়াশোনার পাশাপাশি কিংবা পড়াশোনা শেষ করে যদি অভিনয় করে তাহলে আমার ও পরিবারের সাপোর্ট থাকবে। বাকিটা সময়ই বলে দেবে। তবে আমার ভালোবাসা ও আশীর্বাদ থাকবে সবসময়', যোগ করেন তিনি।

এটাই শুদ্ধর প্রথম নাটক কি না জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, 'সেই দিক থেকে যদি বলি তাহলে আজকের নাটকটিই শুদ্ধর জীবনের প্রথম কাজ। আগেরটি হঠাৎ করে শুটিং দেখতে গিয়ে করেছিল। কিন্ত আজকের নাটকটি তা নয়। এজন্য ওর কাছে স্ক্রিপ্ট পাঠানো হয়েছে। ওর শিডিউল নেওয়া হয়েছে। সেজন্য এটিই প্রথম নাটক বলব।'

ছেলের সঙ্গে অভিনয় করে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, 'মাত্র একটি দৃশ্য করেছি পিতা-পুত্র মিলে। আরও বেশ কিছু দৃশ্য আছে। অনুভূতি অবশ্যই ভালো। অন্যরকম ভালোবাসা কাজ করছে।'

এই নাটকটি ছাড়াও চঞ্চল চৌধুরী সকাল আহমেদের পরিচালনায় দুটি ঈদের নাটকের শুটিং শেষ করেছেন। এ ছাড়া ভিকি জাহেদের পরিচালনায় রুমি নামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। ওয়েব সিরিজটি ঈদের সময় প্রচার হবে।

চঞ্চল চৌধুরী বলেন, 'রুমি সিরিজের কাজটি খুব ভালো হয়েছে। দর্শকদের ভালো লাগবে।'

অন্যদিকে তার অভিনীত সৃজিত মুখার্জী পরিচালিত ভারতীয় বাংলা সিনেমা পদাতিক মুক্তির মিছিলে রয়েছে।

তিনি বলেন, 'আশা করছি এপ্রিলে মুক্তি পাবে। পদাতিক নিয়ে দারুণ আশাবাদী আমি।'

চঞ্চল চৌধুরী তার ফেসবুকে আজ লিখেছেন, 'শুদ্ধর টেলিভিশনে অভিনয় শুরু হলো বৃন্দাবন দার লেখা নাটক দিয়ে,মামুন ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয়। এর চেয়ে বড় সৌভাগ্য ওর জন্য কী হতে পারে?'

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

7h ago