`মুজিব’ বায়োপিকের ট্রেলার নিয়ে মুখ খুললেন শ্যাম বেনেগাল

শ্যাম বেনেগাল। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত 'মুজিব: একটি জাতির রূপকার' বায়োপিকের ট্রেলার নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন চলচ্চিত্রটির নির্মাতা শ্যাম বেনেগাল।

ভারতীয় এ পরিচালক গতকাল শনিবার ওই দেশের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে বলেন, 'আমি এইমাত্র জানতে পেরেছি, এ বিষয়ে কিছু মন্তব্য করা হয়েছে। তারা কেন বিরক্ত তা অনুমান করা আমার পক্ষে খুব কঠিন। আমি সোমবার অফিসে পৌঁছে একবার চেক করব। কানে (যেখানে ট্রেলারটি লঞ্চ করা হয়েছিল) এটি খুব ভালো চলেছে। বাংলাদেশের তথ্যমন্ত্রী ও রাষ্ট্রদূত সেখানে ছিলেন।'

সিনেমাটির শুটিং ঢাকায় হয়েছে এবং অভিনয়শিল্পীরা সবাই বাংলাদেশের উল্লেখ করে বেনেগাল বলেন, 'তাদের কিছু শব্দের উচ্চারণ পশ্চিমবঙ্গের কথ্য বাংলা থেকে আলাদা এবং তারা তাদের বাংলা নিয়ে গর্ব করেন। এর সবকিছুই আছে সিনেমায়। আমি শুধু বাংলাদেশের অভিনয়শিল্পীদের নিয়েছি, কারণ তারা মুজিবকে কাছে থেকে অনুভব করতে পারবেন।'

'৯০ সেকেন্ডের ট্রেলার দেখে কোনো সিনেমার বিষয়ে মন্তব্য করতে পারেন না আপনারা। শুধু ট্রেলার সম্পর্কে মন্তব্য করতে পারেন', যোগ করেন তিনি।

এর আগে বেনেগাল ভারতের নেতাজি সুভাষ চন্দ্র বসুর ওপর 'বোস: দ্য ফরগটেন হিরো' চলচ্চিত্র তৈরি করেও সমালোচনার মুখে পড়েছিলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল।

Comments

The Daily Star  | English

We must restore democracy at any cost: Tarique

'Awami League strangled multiparty democracy and replaced it with one-party government system,' said the BNP acting chairman

1h ago