হারনাজ সান্ধু: মিস চণ্ডীগড় থেকে মিস ইউনিভার্স
১২ ডিসেম্বর, ২০২১। ভারতীয়দের জন্য একটি স্মরণীয় দিন। কারণ, ২১ বছর পর আবারও মিস ইউনিভার্স জিতলেন কোনো ভারতীয়। ইসরায়েলের ইলাতের ইউনিভার্স ডোমে হারনাজ সান্ধুকে আনুষ্ঠানিকভাবে মিস ইউনিভার্স-২০২১ ঘোষণা করা হয়েছে। ২১ বছর বয়সী হারনাজ সান্ধু মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরেরা এবং মিস সাউথ আফ্রিকা লালেলা মিসওয়ানেসহ আরও ৭৯ প্রতিযোগীকে পেছনে ফেলে এই খেতাব অর্জন করেছেন। মিস ইউনিভার্স-২০২০ মেক্সিকোর আন্দ্রেয়া মেজা তার মাথায় মুকুট পরিয়ে দেন।
হারনাজ সান্ধু কে?
হারনাজ ২০০০ সালের ৩ মার্চ চণ্ডীগড়ের একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠাও সেখানেই। তিনি চন্ডীগড়ের স্কুল ও কলেজে পড়ালেখা করেছেন। মিস ইউনিভার্স বিজয়ী এই ভারতীয় কয়েক বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। অবসরে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। গান, অভিনয়, রান্না এবং নাচের প্রতিও আগ্রহ আছে। নিজের ফিটনেস ধরে রাখতে যোগব্যায়াম, সাঁতার এবং ঘোড়ায় চড়তে পছন্দ করেন। এ ছাড়াও, লেখালেখি করতে পছন্দ করেন হারনাজ। শের লেখক হিসেবে পাঞ্জাবে তার খ্যাতি আছে। তিনি নারী অধিকারের একজন সক্রিয় কর্মী। মিস ইউনিভার্স খেতাবের প্রতিনিধিত্ব করা ছাড়াও হারনাজ জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন।
আরও অর্জন
তিনি পাঞ্জাবি সিনেমা 'ইয়ারা দিয়ান পু বারান' এবং 'বাই জি কুট্টাঙ্গ'তে অভিনয় করেছেন। সিনেমা দুটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা। হারনাজ টিনএজ বয়স থেকেই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ২০১৭ সালে তিনি মিস চণ্ডীগড় এবং ২০১৮ সালে মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়ার শিরোপা জেতেন। ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব-২০১৯ খেতাব জয়ের পর হারনাজ সান্ধু ফেমিনা মিস ইন্ডিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু, দুর্ভাগ্যবশত ২০১৯ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার জন্য ১১টি স্পটে তিনি পিছিয়ে ছিলেন। ইনস্টাগ্রামে হারনাজের ২৬৯ হাজার ফলোয়ার আছে।
প্রকৃতিপ্রেমী
হারনাজ সান্ধু একজন প্রকৃতিপ্রেমী। বিশ্বের জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি সংরক্ষণ নিয়ে তার মন্তব্য মিস ইউনিভার্সের প্যানেল লিস্টকে মুগ্ধ করেছিল। গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করতে চান তিনি।
মিস ইউনিভার্স যাত্রা
২০০০ সালে লারা দত্ত ভূপতি এই খেতাব জেতার ২১ বছর পরে আবার মিস ইউনিভার্সের শিরোপা ভারতে ফিরিয়ে আনলেন হারনাজ সান্ধু। ২০১৯ সালের ফেমিনা মিস ইন্ডিয়াতে বিজয়ী হতে না পারলেও তিনি বসে থাকেননি। বরং আরও ভালো করে প্রস্তুতি নিতে শুরু করলেন। এরপর মিস ইউনিভার্স-২০২১ এর চন্ডীগড়ের প্রতিনিধিত্ব করার পর ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখা। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় বিজয়ী হন হারনাজ সান্ধু।
হারনাজের অনুপ্রেরণা
হারনাজের অনুপ্রেরণা তিন জন। একজন হলেন তার মা, অন্যজন হলেন আরেক ভারতীয় অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া এবং শাহরুখ খান। হারনাজ তার মিস ইউনিভার্স বায়োতে উল্লেখ করেছেন, তিনি মায়ের দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত। তার মা পিতৃতন্ত্রের শৃঙ্খল থেকে বেরিয়ে আসা একজন লড়াকু নারী এবং পরিবারের নেতৃত্ব দিতে একজন সফল স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়েছেন। তাই ভারতীয় নারীদের অধিকারকে সমর্থন এবং ক্ষমতায়নে সহায়তা করতে তার মূল অনুপ্রেরণা মা।
বহুমুখী, সহানুভূতিশীল এবং আত্মবিশ্বাসী তরুণী হারনাজ সান্ধু এমন একজন মানুষ হয়ে উঠতে চান যা দেখে হাজার হাজার নারী অনুপ্রাণিত হবে।
মিস ইউনিভার্স হওয়ার পর তিনি লিখেছে, বিশ্বাস অদৃশ্য। কিন্তু অনুভব করা যায়। আজ আমার ভিতরে সেই অনুভূতি হচ্ছে। তাই আমি বিশ্বাস করি আমার পরিবার এবং আপনাদের আশীর্বাদ আমাকে এই অর্জন এনে দিয়েছে। আমি আমার এই যাত্রা উপভোগ করছি। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।
সূত্র: ইন্ডিয়া টুডে, লাইফস্টাইল, ডিএনএ, টাইমস অব ইন্ডিয়া
Comments