গিনেস রেকর্ডে তেলেগু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মনসানামাহা
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে তেলেগু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মনসানমহা। সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার জিতে এই কৃতিত্ব অর্জন করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়া টুডে বলছে, গিনেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী- মনসানামহা এখন পর্যন্ত সারা বিশ্বে ৫১৩টি পুরস্কার জিতেছে। আদিভি সেশ, সুকুমারসহ অনেক তারকা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং এর কলাকুশলীদের প্রংশসা করেছেন।
মনসানামহা একটি রোমান্টিক কমেডি। এতে বিরাজ অশ্বিন, দৃষ্টি চন্দ্র, ভালি রাঘবেন্দ্র, পৃথ্বী শর্মা, সত্য ভার্মা ও দীপক বর্মাসহ আরও অনেকে অভিনয় করেছেন। তেলেগু ভাষার চলচ্চিত্রটি তামিল, মালায়ালাম, হিন্দি এবং কন্নড় ভাষায় ডাবিং করা হয়।
তেলেগু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব, বেঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, সান ফ্রান্সিসকো ফ্রোজেন ফিল্ম ফেস্টিভ্যালসহ অনেক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২০ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি এখন পর্যন্ত ৫১৩টি পুরস্কার জিতেছে।
Comments