ফিরে দেখা ২০২১

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ...

ছবি: সংগৃহীত

বলিউড সেলেব্রিটিদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ থাকে না। কোন তারকা কবে, কখন, কাকে বিয়ে করছেন তা নিয়ে বিটাউন নানা গুঞ্জনে মুখর থাকে। তাদের বিয়েতে থাকে বিভিন্ন চমক ও চোখ ধাঁধানো আয়োজন। ২০২১ সালে অনেক সেলেব্রিটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে রাজকুমার রাও ও পত্রলেখা বলিউডের এসব বিয়ে অনেক দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো।

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। ছবি: সংগৃহীত

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল

এ বছরের সবার চোখ ছিলো বলিউড অভিনেতা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের দিকে। গত ৯ ডিসেম্বর দ্য সিক্স সেন্সফোর্টো এ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হিন্দু আচার মেনে এই জুটি বিয়ে করেন। তবে, প্রাক-বিবাহ উৎসব ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। বিয়ের পর এই জুটি ইনস্টাগ্রামে তাদের বিয়ের কিছু ছবি শেয়ার করেছিলেন। বিয়ের পর থেকে ক্যাটরিনা পাঞ্জাবি রীতি মেনে চলেছেন। তিনি তার বিয়ের পোশাকে ভিকির পাঞ্জাবি শিকড়কে শ্রদ্ধা জানিয়েছেন।

পত্রলেখা-রাজকুমার রাও। ছবি: সংগৃহীত

পত্রলেখা-রাজকুমার রাও

রাজকুমার রাও এবং পত্রলেখা পল তাদের বিয়েতে খুব বেশি জাঁকজমক রাখেননি। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে চন্ডীগড়ে বিয়ে করেন এই জুটি। এক দশকেরও বেশি সময় ধরে টিকিয়ে রাখা প্রেমের সম্পর্ককে গত ১৫ নভেম্বর বিয়েতে পরিণত করেন।

ইয়ামি গৌতম-আদিত্য ধর। ছবি: সংগৃহীত

ইয়ামি গৌতম-আদিত্য ধর

অভিনেত্রী ইয়ামি গৌতম গত জুনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তার 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' সিনেমার পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন। তারপরে সামাজিক মাধ্যমে বিয়ের স্থান থেকে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে লিখেছিলেন, তারা দু'জন ব্যক্তিগত বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন। অভিনেত্রী এখন টুইটার এবং ইনস্টাগ্রামে ইয়ামি গৌতম ধর নাম ব্যবহার করছেন।

বরুণ ধাওয়ান-নাতাশা দালাল। ছবি: সংগৃহীত

বরুণ ধাওয়ান-নাতাশা দালাল

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ২৪ জানুয়ারি তার শৈশবের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করেন। তারা ভেনু হিসেবে আলীবাগকে বেছে নিয়েছিলেন। অন্যান্য সেলিব্রেটিদের মতো তাদের বিয়েতে সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করতে 'নো-সেল ফোন পলিসি' ছিল। এই জুটির বিয়েতে মাত্র ৫০ জন অতিথি ছিলেন। নাতাশা মুম্বাইভিত্তিক একজন ফ্যাশন ডিজাইনার। তার নিজস্ব ডিজাইন হাউস আছে।

দিয়া মির্জা-বৈভব রেখি

দিয়া মির্জা-বৈভব রেখি

দিয়া মির্জা এবং বৈভব রেখি ১৫ ফেব্রুয়ারি গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। বিয়ের প্রথম ছবি শেয়ার করে দিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ভালোবাসা হলো পূর্ণ বৃত্ত। যার সমাপ্তির এই মুহূর্তটি আনন্দের। আমরা এখন একটি বর্ধিত পরিবার। ভালবাসার আলোয় আমাদের চারপাশ আলোকিত হতে থাকুক। বিয়ের পরপরই দিয়া ঘোষণা দিয়েছিলেন তিনি মা হচ্ছেন এবং এই দম্পতি ১৪ জুলাই তাদের ছেলেকে স্বাগত জানান। এ অভিনেত্রী এর আগে সাহিলকে বিয়ে করেছিলেন। ১১ বছরের সেই সংসার ২০১৯ সালে ভেঙে যায়।

অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন। ছবি: সংগৃহীত

অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন

টিভি তারকা অঙ্কিতা লোখান্ডে ১৪ ডিসেম্বর একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে তার প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করেন। নাচ, মজাদার অভিনয় এবং হাসিতে ভরপুর অঙ্কিতার বিয়ের ছবিগুলো সামনে আসার সঙ্গে আলোচনার বিষয় হয়ে ওঠে। তারা গ্র্যান্ড হায়াত মুম্বাইতে হিন্দু ঐতিহ্য অনুযায়ী একে অপরকে বিয়ে করেন এবং পরে বন্ধু ও পরিবারের জন্য একটি বিশেষ সংবর্ধনা পার্টির আয়োজন করেছিলেন।

রিয়া কাপুর-করণ বুলানি। ছবি: সংগৃহীত

রিয়া কাপুর-করণ বুলানি

প্রযোজক রিয়া কাপুর তার বাবা অনিল কাপুরের জুহু বাংলোতে একটি অনুষ্ঠানে তার দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করেন।

শ্রদ্ধা আর্য এবং রাহুল নাগাল। ছবি: সংগৃহীত

শ্রদ্ধা আর্য-রাহুল নাগাল

টিভি অভিনেত্রী শ্রদ্ধা আর্য ১৬ নভেম্বর তার দীর্ঘদিনের প্রেমিক এবং নৌ কর্মকর্তা রাহুল নাগালকে বিয়ে করেন।

Comments

The Daily Star  | English

Madhur Canteen: The story of an eatery and Bangladesh

If one says Madhur Canteen and Bangladesh’s history is inextricably interlinked, will it be an exaggeration?

13h ago