অলরাউন্ডার তাপসী পান্নু

তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

এ বিষয়ে কারো সন্দেহ নেই যে তাপসী পান্নু বলিউডের অন্যতম একজন বহুমুখী অভিনেত্রী। তিনি তামিল এবং তেলেগু সিনেমাতে প্রমাণ করেছেন- তিনি যে কোনো চরিত্রে খুবই সাবলীলভাবে অভিনয় করতে পারেন। তা সে অমিতাভ বচ্চনের সঙ্গে সিরিয়াস চরিত্রের 'পিঙ্ক' (২০১৬) হোক বা কমেডি 'জুড়ুয়া ২' (২০১৭) হোক কিংবা 'বেবি'র মতো অ্যাকশন ফিল্ম হোক। তাপসী নিজের জীবন নিয়েও লুকোচুরি করতে পছন্দ করেন না, বরং তিনি স্পষ্টভাষী।

তাপসী পান্নু বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান এবং পরিশ্রমী অভিনেত্রী। কারণ তিনি কোনো ফিল্মি পরিবার থেকে না এসেও নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। অ্যাকশন থেকে রোম্যান্স সব ধরনের চরিত্রে এখনো পর্যন্ত সফল এই অভিনেত্রী। অভিনয় ছাড়াও এই অভিনেত্রীর আরও অনেক গুণ আছে। যা হয়তো অনেকের অজানা। তাপসী পান্নুর সেই অজানা বিষয়গুলো এখানে তুলে ধরা হলো।

তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

তাপসী পান্নুর ডাকনাম 'ম্যাগি'

অনেকেই জানেন না তাপসী পান্নুর একটি ডাকনাম আছে। তার প্রিয়জনরা তাকে ভালোবেসে এই নাম দিয়েছিল। সেই নামটি হলো 'ম্যাগি'। মূলত 'নাম শাবানা' খ্যাত এই অভিনেত্রীর আকর্ষণীয় কোঁকড়ানো চুলই তার ডাকনামের অন্যতম কারণ বলে মনে করা হয়।

প্রতিভাবান এবং বুদ্ধিমতী

প্রতিভাবান এবং বুদ্ধিমতী অভিনেত্রীদের একজন তাপসী পান্নু। তিনি কেবল ভালো অভিনেত্রী নয়, একজন প্রকৌশলীও। তাপসী ২০০৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অডিশন দেওয়ার আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। সেখানেও তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন এবং সবার নজর কেড়েছিলেন। এছাড়াও, তিনি এমবিএ প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়ে ভালো মার্কস নিয়েই উত্তীর্ণ হয়েছিলেন।

স্কোয়াশে পারদর্শী

শুধু প্রতিভাবান এবং বুদ্ধিমতী নন, তাপসী স্কোয়াশ খেলতেও দারুণ পারদর্শী। তিনি প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট স্কোয়াশ খেলেন, কারণ নিজেকে ফিট রাখতে এটি একটি সেরা উপায় বলে মনে করেন তাপসী পান্নু। এমনকি 'জুড়ুয়া ২'তে তার সহ-অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গেও স্কোয়াশ খেলেছিলেন তিনি। এজন্য বরুণের থেকে অনেক প্রশংসা পেয়েছিলেন।

তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

পেশাদার নৃত্যশিল্পী

'নাম শাবানা' এবং 'দ্য গাজি অ্যাটাক' এর মতো হাই অ্যাকশন সিনেমাতে অভিনয় করা তাপসী একজন পেশাদার নৃত্যশিল্পী। তিনি যখন চতুর্থ শ্রেণিতে পড়তেন তখন কত্থক ও ভরতনাট্যমের তালিম নিয়েছিলেন। পরে এসব নৃত্যে পারফর্ম করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশ কয়েকটি পুরষ্কারও জিতেছিলেন। এখন এটি তার মুকুটের আরেকটি পালক।

উদ্যোক্তা তাপসী

অনেকেই হয়তো জানেন না তাপসী একজন উদ্যোক্তা। তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা পরিচালনা করেন। যেটির নাম 'দ্য ওয়েডিং ফ্যাক্টরি'। বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে তার প্রতিষ্ঠানটি। তাপসী ও তার বোন শগুন পান্নু এবং বন্ধু ফারাহ পরভারেশ যৌথভাবে প্রতিষ্ঠানটি চালায়। তাপসী বহুমুখী প্রতিভার অধিকারী হলেও তার মূল পরিচয় একজন অভিনেত্রী এবং এই সময়ের সেরা অভিনেত্রীদের তিনি একজন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বলিউড লাইফ, ডিএনএ

Comments

The Daily Star  | English

Extortionists' list almost complete, drive soon: DMP cheif

He warned that no one involved in extortion would be spared, urging individuals to refrain from such activities

1h ago