বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তানভীর মোকাম্মেলের পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র 'মধুমতী পারের মানুষটি: শেখ মুজিবুর রহমান' নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল।
প্রামাণ্যচিত্রটির কাজ শেষে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে তানভীর মোকাম্মেল তার ফেসবুক পেজে জানিয়েছেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা শেষে টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ফরিদপুর, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, পুরান ঢাকার জেলখানা ও কলকাতার বিভিন্ন অঞ্চলে শুটিং করে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে।
প্রামাণ্যচিত্রটির চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। এ ছাড়া চিত্রগ্রহণ করেছেন রাকিবুল হাসান, সম্পাদনায় ছিলেন ওয়াসিউদ্দিন আহমেদ, আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু, কণ্ঠ দিয়েছেন চিত্রলেখা গুহ। প্রামাণ্যচিত্রটির সহকারী পরিচালক হিসেবে ছিলেন উত্তম গুহ, সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ।
Comments