পরিচালক কাজল আরেফিন মারা গেছেন

কাজল আরেফিন। ছবি: সংগৃহীত

আশির দশকে সাড়া জাগানো 'সুরুজ মিয়া' চলচ্চিত্রের পরিচালক কাজল আরেফিন মারা গেছেন। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সুরুজ মিয়া সিনেমার নায়ক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান। 

তিনি বলেন, 'অসম্ভব গুণী একজন পরিচালক ছিলেন কাজল আরেফিন। তার মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।'

ছবি: সংগৃহীত

সুরুজ মিয়া সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তারিক আনাম খানের নায়িকা ছিলেন রোজিনা। এ ছাড়া অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।

কাজল আরেফিন এ ছাড়া বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো, 'সূর্য দীঘল বাড়ি', 'গোলাপি এখন ট্রেনে' ও 'ভাত দে'।

১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন।

দীর্ঘ দিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। গত মার্চে তিনি স্ত্রীকে নিয়ে দেশে আসেন।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago