হাসান আজিজুল হকের উপন্যাস থেকে ধারাবাহিক নাটক
একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের আলোচিত উপন্যাস 'আগুন পাখি'। এই উপন্যাস অবলম্বনে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করা হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন।
আজ সোমবার (১ আগস্ট) থেকে 'আগুন পাখি' ধারাবাহিক নাটকটি দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি প্রচার হবে।
নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা, আজাদ আবুল কালাম, মৌটুসী বিশ্বাস, গোলাম ফরিদা ছন্দা, ইন্তেখাব দিনার, আহসানুল হক মিনু, নাজনীন হাসান চুমকী প্রমুখ।
আজাদ আবুল কালাম নাটকটির বিষয়ে বলেন, 'আগুন পাখি নাটকের গল্প অসাধারণ। এই নাটকে অনেককিছু উঠে আসবে। অভিনয় করে ভালো লেগেছে।'
মৌটুসী বিশ্বাস বলেন, 'অভিনয় জীবনে কিছু কিছু নাটকের কথা কোনোদিনও ভুলতে পারব না। আগুন পাখি তেমনই গল্পের নাটক।'
নাজনীন হাসান চুমকি বলেন, 'এই নাটকের মূল শক্তি গল্প। এতবড় মাপের একজন সাহিত্যিকের উপন্যাস থেকে নির্মিত নাটকে অভিনয় করে সত্যি মনটা ছুঁয়ে গেছে।'
Comments