শিয়াল বাড়ি!
নাটকের নাম 'শিয়াল বাড়ি'। এবারের ঈদের জন্য নাটকটি নির্মাণ করছেন আল হাজেন।
কয়েকদিন ধরে 'শিয়াল বাড়ি' নাটকের টানা শুটিং চলছে গাজীপুর জেলার পূবাইলে। নাটকটিতে অভিনয় করছেন আমীরুল হক চৌধুরী, মৌসুমী হামিদ, আফরান প্রমুখ।
এবার ঈদের প্রচারিত 'শিয়াল বাড়ি' নাটকটির তৃতীয় সিক্যুয়াল।
নাটকের নাম 'শিয়াল বাড়ি' কেন—এমন প্রশ্ন করতেই পরিচালক আল হাজেন বলেন, 'গ্রামের একটি পরিবারের সদস্যরা নিজেদের বিশাল পণ্ডিত মনে করেন। তারা ভাবে, শিয়ালের মতোই বৃদ্ধি তাদের। এ জন্য গ্রামের অন্য সবাই বাড়িটির নাম দিয়েছে শিয়াল বাড়ি।'
অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, 'শিয়াল বাড়ি নাটকটি দর্শকের বিনোদন দেবে।'
ঈদে বৈশাখী টেলিভিশনে দেখা যাবে নাটকটি। এটি ৭ পর্বের ধারাবাহিক নাটক।
Comments