শাকিব-অপু বিশ্বাসের দেবদাস টেলিভিশনে

দেবদাস সিনেমায় শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাড়া জাগানো প্রেমের উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মিত সিনেমা এবার আসছে চ্যানেল আইয়ের পর্দায়।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে সিনেমাটি।

দেবদাস সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

২০১৩ সালে মুক্তি পাওয়া দেবদাস সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান এবং পার্বতী চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস।

এছাড়া চুনিলাল চরিত্রে শহীদুজ্জামান সেলিম এবং চন্দ্রমুখীর চরিত্রে মৌসুমী অভিনয় করেছেন।

Comments