বিজেপি ছাড়লেন শ্রাবন্তী
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আজ বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের ২ মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। নির্বাচনে বিজেপি তাকে প্রার্থীও করেছিল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রাবন্তী বিজেপি ছাড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিয়েছে। এক সাংবাদিক তাকে টুইটে প্রশ্ন করেছেন- দিদির দলে আশ্রয় নিচ্ছেন কিনা। তবে, ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী তার জবাবে বলেছেন, সময় সব বলে দেবে...।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণায় শ্রাবন্তীকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষদের সঙ্গে দেখা গিয়েছিল। তিনি টিএমসির পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে, নির্বাচনে পরাজিত হয়েছিলেন।
Comments