ছেলেকে দেখতে কানাডার পথে ববিতা

ববিতা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ববিতার একমাত্র ছেলে অনীক কানাডায় বসবাস করেন। সেখানেই পড়াশোনা শেষ করে চাকরি করছেন তিনি। ছেলের সঙ্গে সময় কাটাতে রোববার রাতে ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন ববিতা।

এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা ববিতা দ্য ডেইলি স্টারকে বলেন, 'মায়ের মন বলে কথা। কয়েক মাস আগে এসেছি। কিন্তু মন কেমন করছে। তাই আবারও যাচ্ছি। কয়েক মাস ছেলের সঙ্গে থাকব।'

তিনি আরও বলেন, 'ছেলের জন্য মায়ের ভালোবাসা নিয়ে যাচ্ছি কানাডায়। সন্তানের জন্য মায়ের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই।'

ছেলে অনীক কানাডার ওয়াটার লুতে বসবাস করেন। বাসার কাছেই একটি নদী আছে। শেষবার কানাডায় গিয়ে ওই নদীতে ছেলের সঙ্গে ঘুরেছেন ববিতা। 

তিনি বলেন, 'এবারও তেমনই ইচ্ছে আছে। সেই সঙ্গে ছেলের ছুটির দিনগুলোতে ঘুরে বেড়াব। ছেলের পছন্দের খাবার রান্না করে খাওয়াব।'

ববিতার দুই ভাই ও তাদের পরিবার থাকেন যুক্তরাষ্ট্রে। কানাডায় কিছুদিন কাটিয়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে সেখানেও যাবেন তিনি।

তিনি বলেন, 'আপনজনদের সঙ্গে সময় কাটানোর মতো সেরা সময় আর কিছুই হতে পারে না।'

এ বছরের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে জানান তিনি।

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ববিতা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজীবন সম্মাননাও পেয়েছেন।

সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমায় অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক তারকার সম্মান।

তবে, অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন ববিতা।

Comments

The Daily Star  | English

‘May the sound of arms be silenced’

Pope Francis calls for peace across the world in Christmas message

40m ago