জন্মদিনে সারাদিন ছেলের সঙ্গে ঘুরে বেড়াব: ববিতা

ববিতা
ববিতা। স্টার ফাইল ফটো

বাংলাদেশের চলচ্চিত্রকে যারা সমৃদ্ধ করেছেন তাদের একজন ববিতা। সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমায় অভিনয় করে দেশ-বিদেশে পুরস্কার ও খ্যাতি অর্জন করেন। 

গোলাপি এখন ট্রেনে, নয়ন মনিসহ বেশ কিছু কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন ববিতা। 

নন্দিত এই নায়িকার জন্মদিন আজ। বর্তমানে তিনি কানাডায় ছেলের সঙ্গে অবস্থান করছেন। 

একমাত্র ছেলে অনীক কানাডায় স্থায়ী হয়েছেন কয়েকবছর হলো। প্রতিবছর এ সময়টা সেখানে সময় কাটাতে যান ববিতা।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আজ রোববার সন্ধ্যায় টেলিফোনে কথা হয় ববিতার।

তিনি বলেন, 'কানাডায় এখন সকাল হচ্ছে। দিনটি খুব সুন্দর। আর ছেলের সঙ্গে থাকলে দিন আরও সুন্দর হয়ে যায়।'

'ছেলে এখানে বাড়ি করেছে। জায়গাটা খুব সুন্দর। এখানে এলেই মন ভালো হয়ে যায়,' বলেন তিনি।

জন্মদিনে কী করবেন? ববিতা বললেন, 'জন্মদিন উপলক্ষে অনীক আমাকে নিয়ে ঘুরে বেড়াবে। আজ আমাকে নিয়ে টরন্টো যাবে। সারাদিন ঘুরবে।'

'কত কী যে দেখাবে। এটাই জীবনের বড় পাওয়া। বিশেষ দিনে ছেলের সঙ্গে সময় কাটাব,' বলেন ববিতা।

এক প্রশ্নের জবাবে ববিতা বলেন, 'কানাডায় এখন দিন শুরু হচ্ছে। ছেলের আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা। দিনটি সুন্দরভাবে কাটাতে চাই, স্মরণীয় করে রাখতে চাই।'

'এখানে এলে মাছ ধরা হয়। মাছ ধরতে ভালো লাগে। কিচেনার শহরে আছি, অপূর্ব একটি শহর,' যোগ করেন তিনি।

আগামী ৪ আগস্ট ববিতাকে আজীবন সম্মাননা দেবেন ডালাসের মেয়র। চলচ্চিত্র ক্যারিয়ারের জন্যই এ সম্মাননা পাচ্ছেন তিনি।

ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ববিতা অভিনীত 'নয়ন মনি' সিনেমা দিয়ে।

এ প্রসঙ্গে ববিতা বলেন, 'এটি একটি বড় সম্মান। সম্মাননা পাওয়ার পর কেমন অনুভূতি হয়, তখন জানাতে পারব।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

2h ago