চাঁপাইনবাবগঞ্জে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্ব আগামীকাল

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশিত হবে ইত্যাদিতে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের ভেতরে আম্রকাননে ধারণ করা 'ইত্যাদি' অনুষ্ঠানের বিশেষ পর্ব প্রচার হবে আগামীকাল শুক্রবার রাত পৌনে ৯টায়।

বিষয় বৈচিত্র্যে ভরপুর 'ইত্যাদি'র এই পর্বটিতে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন আছে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও আম নিয়ে থাকছে দুটি তথ্যবহুল প্রতিবেদন।

বিষয় বৈচিত্র্যে ভরপুর থাকছে ‘ইত্যাদি’র এই বিশেষ পর্ব। ছবি: সংগৃহীত

এছাড়াও থাকছে যুবক ফজলে রাব্বী রবিনের সর্পপ্রীতির ওপর সচেতনতামূলক প্রতিবেদন। প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিত প্রাণ, শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের ওপর একটি শিক্ষামূলক প্রতিবেদন।

চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানও পরিবেশিত হবে।

আগামীকাল শুক্রবার রাত পৌনে ৯টায় বিটিভিতে এই বিশেষ পর্ব প্রচারিত হবে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলের শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি গম্ভীরা পরিবেশন করবেন।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন হানিফ সংকেত। এটি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

Comments

The Daily Star  | English

Prioritise reform over revenge, Tarique tells party men

BNP Acting Chairman Tarique Rahman today urged his party leaders and workers to make the party's 31-point proposal a success

9m ago