সোমবার থেকে ইন্দোনেশিয়ার পামওয়েল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার
ইন্দোনেশিয়া আগামী সোমবার থেকে পামওয়েল তেল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে।
দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
বিশ্বের শীর্ষ পামওয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া গত ২৮ এপ্রিল থেকে অপরিশোধিত পামওয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।
দেশটিতে অভ্যন্তরীণভাবে রান্নার তেল সরবরাহ পরিস্থিতির উন্নতির পরে আজ প্রেসিডেন্ট এ ঘোষণা দিলেন।
তিনি বলেন, 'অভ্যন্তরীণ বাজারে দেশে রান্নার তেলের চাহিদার চেয়ে এখন বেশি আছে।'
ইন্দোনেশিয়ার বাজারে পামওয়েলের মূল্য নিয়ন্ত্রণে এটি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ইউক্রেন যুদ্ধের কারণে সূর্যমুখী তেল রপ্তানি কমে যাওয়ার পর এ নিষেধাজ্ঞা আসায় বিশ্বব্যাপী উদ্ভিজ্জ তেলের বাজারে আরও সংকট শুরু হয়।
বিশ্বের উদ্ভিজ্জ তেলের বাজারের এক তৃতীয়াংশের বেশি পামওয়েল এবং ইন্দোনেশিয়া এই তেলের প্রায় ৬০ শতাংশ সরবরাহ করে।
Comments