যুক্তরাষ্ট্রে টর্নেডোয় শতাধিক নিহতের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ২০০ মাইল বেগে ধেয়ে যাওয়া টর্নেডোয় সেখানকার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতির কথা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার গণমাধ্যমকে বলেছেন, এই রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক টর্নেডো। তিনি বলেন, 'আমার জীবনে এমন ধ্বংসযজ্ঞ আগে কখনো দেখিনি। বলার ভাষা পাচ্ছি না। কেনটাকিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।'
তিনি জানান, রাজ্যের মেফিল্ড শহরে একটি মোমবাতি কারখানায় ধ্বংসস্তুপের নিচে অন্তত ১১০ জন আটকে আছেন। 'যদি তারা বেঁচে থাকেন তাহলে তা হবে অলৌকিক ঘটনা,' যোগ করেন গভর্নর বেশিয়ার।
তাদের উদ্ধারকাজে ন্যাশনাল গার্ডের ১৮৯ জন সদস্য রয়েছেন বলেও জানান গভর্নর।
এ ছাড়াও, এমন অপ্রত্যাশিত টর্নেডোয় কেনটাকির পার্শ্ববর্তী মিসৌরি অঙ্গরাজ্যে একটি নার্সিং হোম বিধ্বস্ত হয়েছে এবং ইলিনয় অঙ্গরাজ্যে অ্যামাজনের গুদামে দেয়াল ধসে অন্তত ৬ কর্মী নিহত হয়েছেন।
Comments