রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে সহায়তা করবে না সরকার
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে আর কোনো সহায়তা দেওয়ার পরিকল্পনা নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এই সংস্কৃতি বন্ধে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'জনগণের করের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন হিসেবে সরবরাহ করা বাংলাদেশে দীর্ঘদিনের একটি প্রবণতা।'
তবে, সরকারের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার কোনো পরিকল্পনা নেই।
'এর পরিবর্তে আমরা রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে তাদের ব্যবসায়িক মডেল ঢেলে সাজিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ দিচ্ছি', বলেন অর্থমন্ত্রী।
Comments