বাণিজ্য ঘাটতি ৩০.৮২ বিলিয়ন ডলার, এ যাবৎকালে সর্বোচ্চ

bangladesh bank logo

রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও ২০২১-২২ অর্থবছরের প্রথম ১১ মাসে বাণিজ্য ঘাটতি ৩০ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এ পর্যন্ত দেশের বাণিজ্য ঘাটতি কোনো অর্থবছরের হিসাবে এটাই সর্বোচ্চ।

২০২০-২১ অর্থবছরের প্রথম ১১ মাসে বাণিজ্য ঘাটতি ২০ দশমিক ৭০ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ১১ মাসে দেশে রপ্তানি বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। কিন্তু এ সময়ে আমদানি বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

এছাড়া, গত অর্থবছরের ১১ মাসে আমদানিতে প্রবৃদ্ধি বেশি হয়েছে শুধু তাই নয়, পরিমাণেও তা রপ্তানির তুলনায় বেশি ছিল।

এ সময়ে রপ্তানির পরিমাণ প্রায় ৪৫ বিলিয়ন ডলার হলেও, আমদানির পরিমাণ ছিল ৭৫ বিলিয়ন ডলার।

গত ৩০ জুন শেষ হওয়া গত অর্থবছরের প্রথম ১০ মাসে ঘাটতি ছিল ২৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক ২০২১-২২ অর্থবছরের বাণিজ্য ঘাটতি ধরেছিল ২৬ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

দেশের রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় গত অর্থবছরের ১২ মাসে বাণিজ্য ঘাটতি ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago