ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট হ্যাক

ছবি: ফোর্বস

ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী।

হ্যাকিংয়ের পর ইউটিউব চ্যানেলে বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির ভিডিও দেখা গেছে। 

এ ছাড়া টুইটার ফিডে এনএফটি সম্পর্কিত একাধিক পোস্ট রিটুইট করতেও দেখা গেছে। এনএফটি হলো এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক। যেখানে অর্থ বিনিয়োগ করা যায়। 

ব্রিটিশ সেনাবাহিনী একে 'নিরাপত্তা ব্যবস্থায় আঘাত' হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তারা তথ্যসুরক্ষা ব্যবস্থাকে 'খুব গুরুত্বের সঙ্গে' বিবেচনা করছে এবং সমস্যাটির সমাধান হয়েছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, 'যদিও আমরা সমস্যাটির সমাধান করেছি, তবে তদন্ত চলছে এবং এ বিষয়ে বেশি কিছু বলা ঠিক হবে না।'

হ্যাকিংয়ের পিছনে কারা রয়েছে তা স্পষ্ট নয়। তবে হ্যাকাররা অ্যাকাউন্টগুলোর নামও পরিবর্তন করে।

টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে Bapesclan করা হয় এবং ক্লাউনের মতো দেখতে একটি বানরের ছবি দিয়ে প্রোফাইল পিকচার দেওয়া হয়।

রোববার সন্ধ্যায় অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী পরে এক টুইটে জানিয়েছে, 'আমাদের ফিডে সাময়িক বিঘ্ন ঘটায় ক্ষমাপ্রার্থী। আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব এবং এই ঘটনা থেকে শিক্ষা নেব। আমাদের ফলো করার জন্য ধন্যবাদ এবং আবারও স্বাভাবিক পরিষেবা শুরু করবো।'

 

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

8h ago