৩০ মার্চ শেন ওয়ার্নকে শেষবিদায় জানাবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ক্রিকেটার এন্ড্রু সাইমন্ডস ও ম্যাথু হেইডেনের কাঁধে শেন ওয়ার্ন। ছবি: সংগৃহীত

ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার সকালে থাইল্যান্ড থেকে মেলবোর্নে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস। এরপরই মেমোরিয়ালের তারিখ এবং অবস্থান প্রকাশ করা হয়েছে।

গত ৪ মার্চ ৫২ বছর বয়সী ক্রিকেট তারকা শেন ওয়ার্নকে থাইল্যান্ডের কোহ সামুইয়ের একটি ভিলায় মৃত অবস্থায় পাওয়া যায়।

আগামী ৩০ মার্চ ভিক্টোরিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাজার হাজার মানুষ ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নকে স্মরণ করার জন্য রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে সমবেত হবেন।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেন, 'লোক জমায়েতের কোনো সীমাবদ্ধতা থাকবে না। যত বড় সমাবেশ হবে তত বেশি আমরা গর্বিত হব।'

'এটি যেন খুব বড় একটি ঘটনা হয়। এটি যেন তার জীবনের সব থেকে বড় একটি উদযাপন হয়, যেমনটি হওয়া উচিত', যোগ করেন তিনি।

লোক সমাবেশ যেন বেশি হয় তাই শেষকৃত্যানুষ্ঠানটি সন্ধ্যায় আয়োজন করা হয়েছে। 

ব্রিটিশ গায়ক এড শিরানসহ ওয়ার্নের সেলিব্রিটি সঙ্গীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যারা ১ বছর আগে অস্ট্রেলিয়ান মিউজিক জগতের যাদুকর মাইকেল গুডিনস্কির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় পারফর্ম করেছিলেন।

ওয়ার্নের মৃত্যুর পর ব্রিটিশ গায়ক শিরান ইনস্টাগ্রামে ওয়ার্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ফটো শেয়ার করেছেন। লিখেছেন যে, তিনি একদম নিঃস্ব হয়ে গেছেন এবং প্রকাশ করেছেন যে, তিনি ঠিক ১ সপ্তাহ আগে ওয়ার্নের সঙ্গে কথা বলেছিলেন।

'তিনি একজন ভদ্রলোক ছিলেন। তিনি তার জীবনের অনেক ঘণ্টা এবং অনেক বছর অন্যদের আনন্দ দেওয়ার জন্য ব্যয় করেছেন এবং আমার একজন আশ্চর্যজনক বন্ধু ছিলেন। আমি তোমাকে খুব মিস করব বন্ধু', লিখেছেন খ্যাতিমান ব্রিটিশ গায়ক শিরান।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

‘May the sound of arms be silenced’

Pope Francis calls for peace across the world in Christmas message

1h ago